বিদেশ

বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলগুলি নিষিদ্ধ করার আবেদন বাংলাদেশ হাইকোর্টে

বাংলাদেশী সংস্কৃতি ও সমাজে ভারতীয় মিডিয়ার ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটি আবেদন জমা পড়ল বাংলাদেশ হাইকোর্টে ৷ ওই আবেদনে অপসংস্কৃতির প্রভাব এড়াতে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলগুলি নিষিদ্ধ করার আবেদন জানান হয়েছে ৷ সোমবার পিটিশন দাখিলকারী আইনজীবী এখলাস উদ্দীন ভূঁইয়া ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক অপারেশন অ্যাক্ট 2006-এর অধীনে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। ঢাকা ট্রিবিউন-এ প্রকাশিত খবর অনুযায়ী, বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল নিষিদ্ধ করার নির্দেশ কেন জারি করা হবে না, তা-ও জানতে চেয়েছে। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চে আবেদনটির শুনানি হতে পারে। আবেদনে তথ্য ও স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-সহ অন্যদের বিবাদী হিসেবে যুক্ত করা হয়েছে। ঢাকা ট্রিবিউন-এ প্রকাশিত খবর অনুযায়ী, ওই পিটিশনে স্টার প্লাস, স্টার জলসা, জি বাংলা, রিপাবলিক বাংলা এবং অন্যান্য সব ভারতীয় টিভি চ্যানেলগুলিকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে। ওই আবেদনে দাবি করা হয়েছে, ভারতীয় টিভি চ্যানেলগুলি কোনও নিয়ম মানে না ৷ পাশাপাশি, ওই টিভি চ্যানেলগুলির মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি বিরোধী বিষয়বস্তুর অনিয়ন্ত্রিত সম্প্রচার দেশের যুব সমাজকে ধ্বংস করছে বলে অভিযোগ করা হয়েছে ।