বিস্ফোরণে ধসে গেল বাড়ির ছাদ! বোমা বাঁধতে গয়ে প্রাণ গেল ৩ জনের। ভয়াবহ ঘটনা মুর্শিদাবাদের ডোমকলের সাগরপাড়া এলাকায়। সূত্রের খবর, বোমা বাঁধতে গিয়ে ফেটে মৃত্যু হয়েছে তিন জনের। জখম এক জন। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার খয়েরতলা এলাকায়। মৃত ব্যক্তিদের নাম মুস্তাকিন শেখ (২৫) মামুন মোল্লা (২৪) এবং সাফিরুল সরকার (২৬)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে বেশ কয়েক জন মিলে মামুন মোল্লার বাড়িতে বোমা বাঁধার কাজ করছিল। সেই সময় আচমকা বোমা বিস্ফোরণ ঘটে। তার জেরে উড়ে যায় বাড়ির ছাদ।