টানা ৫৫ ঘণ্টার চেষ্টা ব্যর্থ ৷ রাজস্থানের দৌসায় কুয়োতে পড়ে যাওয়া ৫ বছরের শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হল না ৷ তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সোমবার, ৯ ডিসেম্বর বিকেল ৩টে নাগাদ খেলতে গিয়ে ১৫০ ফুট গভীর কুয়োয় পড়ে যায় ৫ বছর বয়সী আরিয়ান। পরিবার তড়িঘড়ি পুলিশে খবর দেয়। এক ঘণ্টার মধ্যেই শুরু হয় উদ্ধারকাজ। আরিয়ানকে উদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। পাইপের মাধ্যমে তার কাছে পাঠানো হয় অক্সিজেন। পাশাপাশি ওই গভীর কূপের ভেতরে তার উপর নজরদারি চালানোর জন্য একটি ক্যামেরাও নীচে পাঠানো হয়। কুয়োটির পাশে সমান্তরালভাবে গর্ত খুঁড়ে তার কাছে পৌঁছনোর চেষ্টা হয়। কিন্তু এত চেষ্টা শেষপর্যন্ত বৃথাই গেল ৷ শিশুর নিথর দেহই উদ্ধার হল বৃহস্পতিবার ৷