জেলা

এ রাজ্যে এনআরসি করতে দেব না: মুখ্যমন্ত্রী

শিলিগুড়ি: পুলিশের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে গিয়ে ফের একবার পুজোর সময় অক্লান্ত পরিশ্রমের জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ফের উত্তরবঙ্গে আসেন মুখ্যমন্ত্রী। এদিন পুলিশের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ তিনি বলেন, ‘প্রতিটি পুজোর খবর রাখি আমি। সব পুজো আমার নজরে থাকে।’ পাশাপাশি উত্তরবঙ্গের পুজো দেখানোর জন্য সংবাদমাধ্যমকেও ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপরই বিজেপিকে একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর সাফ বক্তব্য, ‘এ রাজ্যে এনআরসি করতে দেব না। সবাই নিশ্চিন্তে বাংলায় থাকুন। কাউকে তাড়ানো যাবে না।’ বিজয়া সম্মিলনীতে শিলিগুড়ির বেশ কিছু পুজো কমিটিও যোগ দিয়েছে। বিজয়া সম্মিলনীর পাশাপাশি পর পর দু’দিন অর্থাৎ ২২ ও ২৩ অক্টোবর প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এই প্রথম কালিম্পংয়ে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। এদিন মমতা জানান, কালীপুজো, ভাইফোঁটা এবং ছট পুজোতেও অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ যাতে উৎসবে যোগ দিতে পারেন এবং উৎসব উপভোগ করেন সেকারণেই এই ছুটি দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি বলেন, ‘আমরা শান্তি চাই। বাংলায় সবাই শান্তিতে থাকুন। ইতিবাচক হন।’ পাশাপাশি গোটা দেশে ৪০ শতাংশ মানুষ কাজ হারিয়েছে বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী।তবে মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে যথারীতি রাজনৈতিক অভিযোগ উঠেছে। বিরোধী সিপিএমের দাবি, নামে প্রশাসনিক বৈঠক হলেও মুখ্যমন্ত্রী আদতে রাজনৈতিক সভা করবেন। আগামী বছর শিলিগুড়ি পুরসভার নির্বাচন। সেই নির্বাচনের প্রস্তুতি নিয়েই স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে কথা বলবেন তিনি।