কলকাতা

বড়দিন উপলক্ষ্যে পার্ক স্ট্রিট চত্বরে কড়া নিরাপত্তা, যান নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

 রাত পোহালেই বড়দিন। তবে ইতিমধ্যেই বড়দিনের উৎসবে বিশ্বের অনান্য শহরগুলির মতই গা ভাসাতে শুরু করে দিয়েছে কলকাতাও। মেতে উঠেছে আট থেকে আশি সকলেই। ঝলমলে আলোয় মুড়েছে পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক ও বো ব্যারাক চত্বর। সূত্রের খবর, বিকেলের পর থেকেই ভিড় বাড়তে পারে ওই এলাকাগুলিতে।
বড়দিনের উৎসবের কথা মাথায় রেখে বাড়তি সতর্কতা অবলম্বন করেছে লালবাজারও। আজ, মঙ্গলবার রাতে রাস্তায় নেমে তদারকি করবেন খোদ কলকাতার সিপি মনোজ ভার্মা। সূত্রের খবর, রাতে নিরাপত্তায় মোতায়েন থাকবেন প্রায় দেড় হাজার পুলিসকর্মীরা। গোটা পার্ক স্ট্রিট জুড়ে প্রায় ৭টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। থাকছে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, কুইক রেসপন্স টিমও। এছাড়াও আগামী কাল বড়দিনের জন্য পার্ক স্ট্রিট এলাকার একাধিক রেস্তরাঁর সামনে কর্তব্যরত অবস্থায় থাকবে কলকাতা পুলিসের উইনার্স টিম। পাশাপাশি শহরে বিশেষভাবে যান নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিসের ট্রাফিক বিভাগ। লালবাজার সূত্রে জানা গিয়েছে, আজ মঙ্গলবার বিকেল ৪টে থেকেই ২৪ ডিসেম্বর ভোর ৪টে পর্যন্ত পার্ক স্ট্রিটে যান চলাচল নিয়ন্ত্রিত হবে। তবে পার্ক স্ট্রিটের রাস্তা বন্ধ করা হবে কিনা তা নির্ভর করছে কতটা ভিড় হচ্ছে তার উপর। যদি ভিড় বেশি হয় সেক্ষেত্রে জওহরলাল নেহেরু রোড থেকে উড স্ট্রিট হয়ে পার্ক স্ট্রিট সহ মিডলটন স্ট্রিটের রাস্তাতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হবে, বলে জানিয়েছে কলকাতা পুলিসের ট্রাফিক বিভাগ। এছাড়াও আরও কয়েকটি রাস্তায় যান চলাচল বন্ধ করা হবে বলেও জানা গিয়েছে। মেয়ো রোড ও জওহরলাল নেহেরু রোড দিয়ে আসা গাড়িগুলি ঘুরিয়ে দেওয়া হবে কিদওয়াই স্ট্রিট দিয়ে। অন্যদিকে, জওহরলাল নেহেরু রোডের দক্ষিণ দিকে যাওয়া গাড়িগুলিকে পার্ক স্ট্রিট উড়ালপুলের কিংবা মেয়ো রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হতে পারে। পাশাপাশি, ডাফরিন রোড বা খিদিরপুর রোডের দিকে যাওয়া গাড়িগুলির রুটও পরিবর্তন করা হবে। সূত্র মারফত জানা গিয়েছে, প্রয়োজনে ক্যাথিড্রাল রোডে যান চলাচলও বন্ধ থাকতে পারে।