মণিপুরের নতুন রাজ্যপাল হলেন দেশের প্রাক্তন স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভাল্লা ৷ গত বছর মে মাস থেকে উত্তপ্ত মণিপুর ৷ মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে হিংসার ঘটনায় বারবার সংবাদের শিরোনামে উঠে এসেছে উত্তর-পূর্বের ছোট্ট রাজ্যটি ৷ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পরিস্থিতি সামলাতে পারছেন না বলেই অভিযোগ তুলেছে বিরোধীরা ৷ এই পরিস্থিতিতে দেশের প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভাল্লাকে মণিপুরের নয়া রাজ্যপাল করা হল ৷ এই রাজ্যে রাজ্যপাল ছিলেন অনুসূইয়া উইকে ৷ মণিপুর ছাড়াও মিজোরাম, বিহার, কেরল, ওড়িশায় রাজ্যপালে বদল হয়েছে বলে জানা গিয়েছে ৷ প্রাক্তন সেনাপ্রধান বিজয় কুমার সিং মিজোরামের নতুন রাজ্যপাল নিযুক্ত হয়েছেন ৷ কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানকে দক্ষিণের রাজ্যটি থেকে সরিয়ে বিহারে স্থানান্তরিত করা হয়েছে ৷ তিনি এখন থেকে জেডি(ইউ) ও বিজেপি জোট শাসিত বিহারের রাজ্যপাল ৷ ইউডিএফ শাসিত রাজ্যটিতে আরিফ মহম্মদ খানের সঙ্গে রাজ্য সরকারের বিবাদ লেগেই থাকত ৷ একাধিক বিষয় নিয়ে রাজ্য প্রশাসনের সঙ্গে তাঁর মতবিরোধ বারবার সংবাদের শিরোনামে এসেছে ৷ এই অবস্থায় কেরল থেকে সরলেন আরিফকে ৷ মঙ্গলবার একটি নির্দেশিকায় রাজ্যপাল নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ রাষ্ট্রপতি ভবনের দেওয়া তথ্য অনুযায়ী, বিহারের রাজ্যপাল বিশ্বনাথ আরলেকারকে কেরলে মহম্মদ আরিফ খানের জায়গায় স্থানান্তরিত করা হয়েছে ৷ এদিকে ওড়িশার রাজ্যপাল রঘুবর দাসের ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ তাঁর জায়গায় নিযুক্ত হয়েছেন মিজোরামের রাজ্যপাল হরিবাবু কাম্ভামপটি ৷