আফিগানিস্তানে ভয়ংকর বিমান হামলা চালাল পাকিস্তান। ঘটনায় মৃত ১৫। বিমান হামলায় বারমালের মুর্গ বাজার গ্রামটি ধ্বংস হয়ে গিয়েছে বলে খবর। ২৪ ডিসেম্বর রাতে আফিগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলাকে লক্ষ্যে বিমান হামলা চালায় পাকিস্তান। নারী ও শিশু-সহ অন্তত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, আহতের সংখ্যা বহু। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। পাক সেনার অতর্কিত এই হামলার পালটা জবাবের হুঁশিয়ারি দিয়েছে তালিবান। স্থানীয় সংবাদ সূত্রে গত রাতে বারমালের লামান-সহ সাতটি গ্রামের হামলা করে পাক বায়ুসেনা। এই অভিযানে পাক তালিবানের প্রশিক্ষণ কেন্দ্রটি ধ্বংস হয়েছে।