ক্রিসমাসের আবহে গোটা হিমাচল প্রদেশ ঢাকা পড়ল পুরু বরফের চাদরে। সোমবার থেকেই তুষারপাত শুরু হয়েছে জেলায় জেলায়। তুষারপাতের জেরে একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। আটকে পড়েছে পর্যটকবোঝাই বহু গাড়ি। মঙ্গলবার থেকে ভারী তুষারপাতের জেরে আরও ভোগান্তি বাড়ল। প্রশাসন সূত্রে খবর, হিমাচল প্রদেশ জুড়ে দুর্ঘটনায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। বরফে ঢাকা রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন বহু মানুষ। হাড়কাঁপানো ঠান্ডায় অসুস্থ হয়ে পড়েছেন বহু পর্যটক থেকে স্থানীয় বাসিন্দা। দুর্ঘটনা এড়াতে হিমাচল প্রদেশ জুড়ে ৩৫০টি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে তিনটি জাতীয় সড়ক রয়েছে। একাধিক রাস্তায় আটকে আছেন ৭০০ পর্যটক। গতকাল আটকে পড়েছিলেন হাজারের বেশি পর্যটক। তাঁদের মধ্যে অধিকাংশকেই উদ্ধার করে নিরাপদ স্থানে আনা হয়েছে। হিমাচল প্রদেশের কুল্লু, সিমলা, চাম্বা, মান্ডি, কিন্নর এবং লাহৌল-স্পিতি-সহ একাধিক জেলায় ভারী তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে। তুষারপাতের কারণে ব্যাহত হয়েছে স্বাভাবিক জীবনযাপন। হিমাচল প্রদেশের মন্ত্রী বিক্রমাদিত্য সিং জানিয়েছেন, রাস্তা থেকে বরফ সরাতে ডালহৌসি থেকে রোহরু-সহ অঞ্চল জুড়ে ২৬৮টি মেশিন চালু করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।