দেশ

৪০ ঘণ্টা পার, রাজস্থানে ১৫০ ফুট গভীর কুয়োয় এখনও আটকে ৩ বছরের চেতনা, চলছে উদ্ধারকাজ

পেরিয়ে গিয়েছে ৪০ ঘণ্টারও বেশি সময়। কিন্তু রাজস্থানে ১৫০ ফুট গভীর কুয়োয় পড়ে যাওয়া চেতনাকে এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশপাশি উদ্ধারকাজে নেমেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকরাও। ঘটনাস্থলে রয়েছেন প্রশাসনের কর্তারা। কুয়োটির মুখটি সংকীর্ণ হওয়ায় সমস্যার পড়তে হচ্ছে উদ্ধারকারী দলকে। তাছাড়া আদ্রতার কারণে কুয়োর নীচের মাটি ভিজে। ফলে ক্রমশ কঠিন হচ্ছে উদ্ধারকাজ। গতকাল, মঙ্গলবার প্রশাসনের অনুমতি নিয়ে শিশুটিকে হুক কৌশল পদ্ধতিতে বার করে আনার চেষ্টা করেন উদ্ধারকারীরা। কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ হয়। ফলে এদিন রাতেই হরিয়ানা থেকে একটি লোহার পাইলিং যন্ত্র নিয়ে আনা হয়েছে। বর্তমানে সেই যন্ত্রের মাধ্যমেই শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।