দোল উপলক্ষে শুক্র ও শনিবার ছুটি। তাই টানা তিন দিন বন্ধ থাকছে লাটাগুড়ি ও গোরুমারা এবং নেওড়া ভ্যালির জঙ্গল। এ দিকে তিন দিনের ছুটিতে পর্যটকদের ভিড়ে ঠাঁই নেই ঠাঁই নেই অবস্থা জঙ্গল লাগোয়া রিসর্ট আর হোটেলগুলিতে। কিন্তু জঙ্গল সাফারি বন্ধ থাকায় মুখ ভার পর্যটকদের। দুধের স্বাদ ঘোলে মেটাতে জঙ্গলের আশপাশে ঘুরে বেড়াবেন বলে জানিয়েছেন তাঁরা। এ ছাড়া বসন্ত উৎসবের আয়োজন করা হচ্ছে। উৎসবকে সামনে রেখে একটি বিশেষ জনজাতি শিকার উৎসব পালন করে থাকে। এই শিকার উৎসবের অজুহাতে যাতে কোনও বন্যপ্রাণীকে শিকার করা না হয়, তার জন্য অ্যান্টি-পোচিং স্পেশাল ডিউটি শুরু হয়েছে প্রতিটি জঙ্গলে। চোরাশিকার রুখতেই দোলের সময়ে দু’দিনের জন্য বন্ধ থাকছে গোরুমারা, চাপড়ামারি এবং নেওড়া ভ্যালি জঙ্গল। ১৪ এবং ১৫ মার্চ এই দু’দিন পর্যটকরা জঙ্গলের ভিতরে জিপসি সাফারি করতে পারবেন না, বন্ধ থাকবে হাতির পিঠে জঙ্গল ভ্রমণও। এমনকী, জঙ্গলের গভীরে বনবাংলাতে রাত্রিযাপনও করতে পারবেন না পর্যটকেরা। বন দপ্তরের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। এ দিকে দোল উপলক্ষে লাটাগুড়ি, গোরুমারা, মূর্তি–সহ পাশ্ববর্তী এলাকার সমস্ত রিসর্টের বুকিং প্রায় সম্পূর্ণ। অধিকাংশ রিসর্টেই আর ঘর খালি নেই। বৃহস্পতিবার থেকেই প্রচুর পর্যটক লাটাগুড়িতে এসেছেন। তবে জঙ্গল বন্ধের খবর শুনে সবাই মুষড়ে পড়েছেন।
