রবিবার রাতে যশোর রোডের মাইকেল নগর ক্রসিংয়ে বাসের ধাক্কায় দুই মহিলার মৃত্যু হয়েছে। আরও দু’জন জখম। বিধাননগর কমিশনারেটের পুলিস জানিয়েছে, মৃত মাঝবয়সি দুই মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে। বাসের পিছনে এসে দ্রুতগতিতে একটি লরি ধাক্কা মারে। তার জেরেই এই দুর্ঘটনা। পুলিস লরিটিকে আটক করেছে। চালককেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাত ১০টা নাগাদ মাইকেল নগর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তার গার্ডরেল থাকায় বাসটি ধীরগতিতে আসছিল। পিছন থেকে দ্রুতগতিতে আসা লরিটি বাসটিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এরপর বাসের পিছনে ধাক্কা মারে। বাসটি ফুটপাতের দিকে এগিয়ে গেলে দুই মহিলা বাসের চাকায় পিষ্ট হন। তাঁদের দ্রুত বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হলে চিকিৎসক দুই মহিলাকে মৃত ঘোষণা করেন। অপর দুই যাত্রী অল্পবিস্তর জখম হন।
