কলকাতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লন্ডনে যেতে কুণাল ঘোষকে অনুমতি কলকাতা হাইকোর্টের

তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষকে লন্ডনে যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আগামী ২১ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত তাঁকে লন্ডনে যাওয়ার অনুমতি দিয়েছে আদালত। গ্লোবাল বিজনেস সামিটের ডেলিগেশন টিমের সদস্য হিসাবে তিনি লন্ডন যাওয়ার অনুমতি চেয়েছিলেন। সেই অনুমতি কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ দিয়েছে বুধবার। তবে আদালত শর্তসাপেক্ষে এই অনুমতি দিয়েছে কুণাল ঘোষকে৷ আদালত কুণাল ঘোষকে ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড তাঁর স্ত্রীর নামে কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে জমা রাখতে বলেছে৷ তাছাড়া বিদেশ থেকে ফিরে আগামী ৪ এপ্রিল কুণাল ঘোষকে তাঁর পাসপোর্ট নিম্ন আদালতে জমা দিতে হবে। লন্ডনে গ্লোবাল বিসনেস সামিটে আগামী ২৭ মার্চ বক্তৃতা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর সঙ্গে আরও অনেকে যাবেন৷ সেই টিমের সদস্য হিসাবে লন্ডন যাওয়ার আমন্ত্রণ পেয়েছেন কুণাল। রাজ্যের শিক্ষা ও সংস্কৃতি দফতরের সচিবের তরফে কুণাল ঘোষকে আমন্ত্রণ জানানো হয়েছে।