বিজ্ঞান-প্রযুক্তি

NASA Live: পৃথিবীতে ফিরছেন সুনীতারা, সরাসরি সম্প্রচারের সময় জানাল নাসা

অভিযান ছিল ৮ দিনের ৷ সেটি ৯ মাসে পৌঁছে গিয়েছে ৷ তাঁদের পৃথিবীতে ফিরিয়ে আনতে ইতিমধ্যেই ক্রু ১০ মিশনে ৪ মহাকাশচারী স্পেসএক্সের ড্রাগন মহাকাশ যানে রবিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে গিয়েছেন ৷ নাসার তরফে জানানো হয়েছে, আমেরিকার ফ্লোরিডার উপকূলে (মার্কিন সময় অনুযায়ী) মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ মিনিটে তাঁরা নামবেন। ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর প্রায় ৩টে ৩০মিনিট নাগাদ তাঁরা পৃথিবীতে আসবেন ৷ নাসা জানিয়েছে সুনীতাদের পৃথিবীতে ফেরার বিভিন্ন মুহূর্ত সরাসরি দেখানো হবে। ক্রু-৯ মিশনে ফিরে আসবেন সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর-সহ নিক হেগ এবং মহাকাশচারী আলেকজান্ডার গর্বুনভ । নাসার তরফে জানানো হয়েছে, ১৮ মার্চ, মঙ্গলবার ভারতীয় সময় অনুযায়ী সকাল ৮টা ১৫ মিনিটে ড্রাগন মহাকাশযান যাত্রা শুরু করবে । এই মিশনের দায়িত্বে থাকা বিজ্ঞানীরা জানিয়েছেন, মহাকাশাচারীদের ফেরার প্রস্তুতির সময়, আবহাওয়ার পরিস্থিতি, সমুদ্রের অবস্থা এবং অন্যান্য সমস্ত পরিস্থিতির উপর নজর রাখবেন তাঁরা ৷ রবিবার মহাকাশ স্টেশনে পৌঁছেছে স্পেসএক্সের ড্র্যাগন ৷ এই স্পেসক্রাফটে ছিলেন নাসা, জাপান ও রাশিয়ার চার মহাকাশচারী ৷ নাসার তরফে অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা JEXA-র তরফে টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের তরফে কিরিল পেসকভ । সুনীতারা তাঁদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে ফিরবেন পৃথিবীতে । আগামী কয়েকদিনের জন্য মহাকাশ স্টেশন পরিচালনার দায়িত্ব থাকবে ওই চার মহাকাশচারীর। পরিস্থিতি অনুকূলে থাকলে বুধবার সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের সঙ্গে পৃথিবীতে ফিরবেন নাসার নিক হগ এবং রুশ নভশ্চর আলেকজান্ডার গর্বুনভ । তবে অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, টাকুয়া ওনিশি এবং কিরিল পেসকভ কবে পৃথিবীতে ফিরবেন সেই সম্পর্কিত কোনও তথ্য উল্লেখ করেনি নাসা ।

রবিবার রাতে একটি বিবৃতি দিয়ে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে সুনীতাদের পৃথিবীতে ফেরা এবং ড্রাগন মহাকাশযানের অবরতরণ সরাসরি সম্প্রচার করবে নাসা । সংস্থার নিজস্ব ওয়েবসাইটে এবং সোশালমিডিয়াতে দেখা যাবে এই সম্প্রচার। ড্রাগন মহাকাশযানটির দরজা বন্ধ থেকে শুরু করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ত্যাগ করার প্রক্রিয়া সবই দেখা যাবে এই সম্পর্চারে ।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA প্রকাশিত তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) থেকে ইলন মাস্কের সংস্থা SpaceX-এর Crew-9 মিশনে ড্রাগন মাহাকাশযানের পৃথিবীতে ফেরার লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন পৃথিবীবাসী ৷ যেখানে ড্রাগন মহাকাশযানের হ্যাচ ক্লোজার প্রস্তুতিও দেখতে পাওয়া যাবে ৷ লাইভস্ট্রিমটি বা সরাসরি সম্প্রচারটি NASA+ (পূর্বে NASA TV) -এ পাওয়া যাবে ৷ এটি সংস্থার বিনামূল্যের স্ট্রিমিং প্ল্যাটফর্ম। plus.nasa.gov -এ সকলের জন্য অ্যাক্সেসযোগ্য।

এছাড়াও NASA প্রোগ্রামিং সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম X, Facebook, YouTube এবং Twitch-এ অ্যাকাউন্টে পাওয়া যাবে ৷ এছাড়াও অন্যান্য থর্ডপার্টি প্ল্যাটফর্ম Roku, Hulu, DirectTV, DISH Network, Google Fiber, Amazon Fire TV এবং Apple TV- সাবস্ক্রিপশন থাকলে দেখতো পাবেন এই সম্প্রচার ৷

তারিখসময় (IST)ইভেন্ট
মঙ্গলবার, 18 মার্চসকাল 8.15 (সম্ভাব্য)NASA+-এ হ্যাচ ক্লোজিং কভারেজ শুরু
মঙ্গলবার, 18 ​​মার্চসকাল 10.15 (সম্ভাব্য)NASA+-এ আনডকিং কভারেজ শুরু
মঙ্গলবার, 18​​মার্চসকাল 10.35 (সম্ভাব্য)আনডকিং
মঙ্গলবার, 18 ​​মার্চক্রমাগত কভারেজ (শুধুমাত্র অডিয়ো, ভিডিয়ো দেখা যাবে না)আনডকিং কভারেজ শেষ হওয়ার পর, নাসা শুধুমাত্র অডিয়ো দেখা যাবে
মঙ্গলবার, 18 ​​মার্চকভারেজ আবার শুরু হবে
বুধবার, 19 মার্চ2.15 রাত (সম্ভাব্য)NASA+-এ রিটার্ন কভারেজ শুরু
বুধবার, 19মার্চরাত 2.41 (সম্ভাব্য)ডিওরবিট বার্ন (সময় আনুমানিক)
বুধবার, 19 মার্চ3.27 ভোর (সম্ভাব্য)স্প্ল্যাশডাউন (সময় আনুমানিক)
বুধবার, 19মার্চভোর 5 টানিম্নলিখিত অংশগ্রহণকারীদের সঙ্গে NASA+-এর উপর পৃথিবীতে ফেরার সাংবাদিক সম্মেলনজোয়েল মন্টালবানো, নাসার স্পেস অপারেশনস মিশন ডিরেক্টরেটের ডেপুটি অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটরস্টিভ স্টিচ, নাসার ক্রু প্রোগ্রামের আয়োজকজেফ আরেন্ড, নাসার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সিস্টেম ইঞ্জিনিয়ারিং এবং ইন্টিগ্রেশনের ব্যবস্থাপক, নাসার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন অফিসসারাহ ওয়াকার, পরিচালক, ড্রাগন মিশন ম্যানেজমেন্ট, স্পেসএক্স