কারা ওবিসি (অন্যান্য অনগ্রসর সম্প্রদায়) শংসাপত্র পাওয়ার যোগ্য, তা নিয়ে নতুন করে সমীক্ষার করবে রাজ্য অনগ্রসর শ্রেণি কমিশন। তিন মাস সময় লাগবে সমীক্ষা করতে। সুপ্রিম কোর্টে মঙ্গলবার জানালেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবাল। মঙ্গলবার এই মামলার শুনানি ছিল বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে। সেখানেই রাজ্যের তরফে জানানো হয়, ওবিসি তালিকায় নতুন সম্প্রদায়ের অন্তর্ভূক্তির জন্য সমীক্ষা করবে রাজ্য। তিন মাস সময় লাগবে সেই কাজে। আদালত রাজ্যের এই প্রস্তাবে মান্যতা দিয়েছে। জুলাই মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে। গত ২২ মে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের নির্দেশে কার্যত হইহই পড়ে যায়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ২০১০ সালের পরে তৈরি রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করা হলো। এই নির্দেশের ফলে প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট মূল্যহীন হয়ে পড়ে। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে যায়। অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরও সেই মামলায় যুক্ত হয়। এই নির্দেশের ফলে প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট মূল্যহীন হয়ে পড়ে। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে যায়। অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরও সেই মামলায় যুক্ত হয়।
