বিনোদন

আমি শাহরুখ খানের থেকেও ব্যস্ত: অনুরাগ কাশ্যপ

তিনি নাকি শাহরুখ খানের থেকেও ব্যস্ত ৷ সামাজিক মাধ্যমে পোস্ট করে এমনটি জানালেন অনুরাগ কাশ্যপ। বৃহস্পতিবার মাঝরাতে অনুরাগ নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট লেখেন ৷ যেখানে নিজের কাজের পাশাপাশি তিনি বেশ কিছু আপত্তিকর শব্দও ব্যবহার করেন ৷ তিনি লেখেন, “আমি নানা শহরে কাজ নিয়ে ব্যস্ত ৷ আমি পরিচালনা করা ছাড়িনি ৷ যাঁরা ভাবছেন কাজ না থাকায় আমি হতাশায় ভুগছি ও সবকিছু ছেড়ে পালিয়েছি, তাঁরা ভুল ৷ আমি এখানেই আছি ৷ আর আমি শাহরুখ খানের থেকেও ব্যস্ত ৷” ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ খ্যাত পরিচালক আরও লেখেন, “আমাকে ব্যস্ত থাকতেই হবে ৷ যদিও আমি সেই পরিমাণ টাকা উপার্জন করি না ৷ ২০২৮ সাল পর্যন্ত আমার কাছে ডেট ফ্রি নেই ৷ আমার পরিচালিত পাঁচটা প্রোজেক্ট রয়েছে যা হয়ত এই বছরেই সামনে আসবে ৷ অথবা তিনটে প্রোজেক্ট এই বছর আসবে বাকি দুটো আগামী বছর ৷ তাই দয়া করে নিজের চড়কায় তেল দিন নাহলে…….”