জেলায় ঢুকছে মুঙ্গের মেড আধুনিক আগ্নেয়াস্ত্র, কার্তুজ। তাতেই উদ্বিগ্ন মুর্শিদাবাদ জেলা পুলিশ । গত ১২ ঘণ্টায় এসওজি ও দুই থানার পুলিশ অভিযান চালিয়ে ৯ পিস্তল, ১৬টি ম্যাগাজিন ও ৪৫ রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করেছে । গ্রেফতার হয়েছে ৬ জন । ধৃতদের মধ্যে একজন মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা । বাকিরা মুর্শিদাবাদ জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের জলঙ্গি, রানিনগর, সাগরপাড়া এলাকার বাসিন্দা । রবিবার বহরমপুর থানায় সাংবাদিক বৈঠক করে জেলা পুলিশের ডিএসপি, ডিএনটি সুশান্ত কুমার রাজবংশী জানান, এসওজি ও বহরমপুর থানা ও সাগরপাড়া থানার পুলিশ পৃথক দুটি যৌথ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, কার্তুজ, ম্যাগাজিন সহ ৬ জনকে গ্রেফতার করেছে । ধৃতদের আদালতে তুলে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে পরবর্তী তদন্তের জন্য । পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ১১টা নাগাদ স্পেশাল অপারেশন গ্রুপ ও সাগরপাড়া থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে সাগরপাড়া থানার চারাবটতলা এলাকায় দুটি মোটরবাইক আটক করে । তল্লাশি চালিয়ে ৩টি ৭.২ এমএম পিস্তল, একটি কান্ট্রি মেড পিস্তল, ৬টি ম্যাগাজিন, ১৫ রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করে । চারজনকে গ্রেফতার করা হয় । তাদের নাম গিয়াসুদ্দিন শেখ, মিজারুল শেখ, মুকলেশ্বর মণ্ডল ও মারুফ শেখ ।


