বর্ষা ও নিম্নচাপের জোড়া ফলায় ব্যাপক বৃষ্টি । তাতেই মঙ্গলবার জল জমে যায় সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একাংশে । জলে ভাসছে মুক্তরামবাবু স্ট্রিট, কলেজ স্ট্রিট, নির্দান পার্ক, বিবি গাঙ্গুলী স্ট্রিট, কসবা, টালিগঞ্জ, গড়িয়া, নয়াবাধ, যাদবপুর, ব্রহ্মপুর, পিকনিক গার্ডেন, যোদপুর পার্ক, বেহালা সহ জোকার বিস্তীর্ণ এলাকা । কলকাতা পুরনিগম সূত্রে খবর, রাত ২টো থেকে সকাল ৮টা পর্যন্ত মানিকতলায় ৮০ মিলিমিটার, দত্ত বাগানে ৭৭ মিলিমিটার, বীরপাড়ায় ৭৮ মিলিমিটার, মার্কাস স্কোয়ারে ৬৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে । এছাড়াও বালিগঞ্জে ৬৬ মিলিমিটার, চেতলায় ৪৭ মিলিমিটার, মোমিনপুরে ৬৭ মিলিমিটার এবং কালীঘাটে ৬৩ মিলিমিটার, যোধপুর পার্কে ১৯৫ মিলিমিটার, ধাপায় ৬২ মিলিমিটার, তপসিয়ায় ৬৩ মিলিমিটার, উলটোডাঙায় ৬৯ মিলিমিটার, কামডহরিতে ৭০ মিলিমিটার, পামার ব্রিজ এলাকায় ৭৮ মিলিমিটার ও ঠনঠনিয়ায় ৭৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে । অন্যদিকে, আলিপুর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আলিপুরে বৃষ্টি হয়েছে ৮১.৬ মিলিমিটার, দমদমে ৯৯.৩ মিলিমিটার, সল্টলেক ৮৮.৩ মিলিমিটার ৷


