ক্রাইম জেলা

টিউশন পড়তে গিয়ে ৬ দিন ধরে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী, ৩ লক্ষ টাকা মুক্তিপণের এলো মেসেজ

6 দিন ধরে নিখোঁজ 15 বছরের কিশোরী ৷ দশম শ্রেণির ওই ছাত্রীর বাড়িতে মুক্তিপণ চেয়ে এল মেসেজ ৷ এমনটাই দাবি নাবালিকার পরিবারের ৷ জানা গিয়েছে, গত শনিবার সকালে টিউশন পড়তে গিয়ে নিখোঁজ হয়ে যায় ওই নাবালিকা । তারপর থেকে আর কোনও খোঁজ পাওয়া যায়নি তার । পুলিশে অভিযোগ দায়ের করে পরিবার ৷ এরপরে পুলিশ তদন্তে নেমে নাবালিকার কাছে থাকা মোবাইল ফোন ট্র‍্যাক করে দেখতে পায় ঝাড়খণ্ড ও বিহারের বেশ কিছু এলাকার লোকেশন । পরিবারের দাবি, ইতিমধ্যেই তিন লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে তাদের মেসেজ করা হয়েছে হোয়াটসঅ্যাপে । কিছু টাকাও পাঠানো হয়েছে তাদের তরফে । যদিও এখনও ওই ছাত্রীর খোঁজ নেই । সালানপুর থানা এলাকার বাসিন্দা ওই নাবালিকা । কিশোরীর বাবা বলেন, “শনিবার আমার মেয়ে আসানসোলে পড়তে গিয়েছিল । কিন্তু তারপর থেকে আর কিছু খোঁজ পাচ্ছি না । আমরা পুলিশে অভিযোগ জানিয়েছি । ইতিমধ্যেই সিসিটিভিতে আমরা তাকে রূপনারায়ণপুরে বাসে চাপতে দেখেছি একা । এমনকি আসানসোল স্টেশনেও তাকে দেখা গিয়েছে । মোবাইল ফোন ট্র‍্যাক করে দেখা গিয়েছে বিহারের মধুপুর ও লক্ষ্মী সরাই স্টেশনে তার লোকেশন । সেইমতো আমরা মধুপুর বা লক্ষ্মীসরাইয়েও গিয়েছি । কিন্তু খোঁজ পাইনি ।”