এবার বিজেপি শাসিত রাজ্যে ‘খুন’ বাংলার পরিযায়ী শ্রমিক। বস্তাবন্দি করে দেহ টুকরো টুকরো করে জলাশয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। পরে তদন্ত নেমে পুলিস দেহ উদ্ধার করে। মৃত শ্রমিকের নাম আবু বক্কর মণ্ডল(৩৫)। তাঁর বাড়ি বাদুড়িয়া থানার নারায়ণপুর গ্রামে। বৃহস্পতিবার গভীর রাতে তাঁর দেহ বাড়ি ফিরেছে। ঘটনায় ফের বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে আবু বক্কর মহারাষ্ট্রের ভাসিতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন। সেখানেই তাঁর পরিবারও থাকে। রবিবার কাজে বেরিয়ে আর বাড়ি ফেরেননি তিনি। স্ত্রী একাধিকবার ফোন করলেও যোগাযোগ করতে পারেননি। সোমবার ভাসি থানাতে স্ত্রী অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে বৃহস্পতিবার দেহ উদ্ধার হয় নয়ানজুলি থেকে। খন্ড বিখন্ড দেহ দেখে মৃতদেহ শনাক্ত করেন আবু বক্করের স্ত্রী। এরপর বৃহস্পতিবার রাতে দেহ বাড়িতে ফিরিয়ে আনা হয়। পরিজনদের দাবি “বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্তা করা হচ্ছে। কিন্তু আমাদের ছেলেকে কুপিয়ে খুন করা হল। আমরা নৃশংস ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন গোটা ঘটনার উপযুক্ত তদন্ত করা হোক।”


