কলকাতা

কলকাতায় গঙ্গার ঘাটে থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ২

শহরে ফের উদ্ধার বেআইনি অস্ত্র। রাতের শহরে আর্মেনিয়াম ঘাট এলাকা থেকে উদ্ধার বন্দুক ও কার্তুজ। গ্রেপ্তার ২ যুবক। উত্তর বন্দর থানার পুলিশ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। জানা গিয়েছে, ধৃত দুই যুবকের নাম অমিত সিং (৩০) ও অর্জুন দাস (৪৬)। ধৃত অমিত রবীন্দ্র সরণী এলাকার বাসিন্দা। অন্যদিকে, অর্জুন ইমাম বক্স লেনের বাসিন্দা। পুলিশ অমিত সিং-র থেকে থেকে একটি সিঙ্গল শট আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ এবং অরুণ দাসের থেকে একটি কার্তুজ উদ্ধার করেছে। তাঁদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে থানায়। পুলিশ অস্ত্র আইনে মামলা শুরু করেছে। ধৃতদের বিরুদ্ধে বেআইনি অস্ত্র রাখার মামলা দায়ের করা হয়েছে।  সবদিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।