দেশ

উত্তরপ্রদেশে ফসলের খড়কুটো পোড়ানোর অভিযোগে গ্রেপ্তার ১০ কৃষক, জরিমানা ১৩ লক্ষ ৫০ হাজার

উত্তরপ্রদেশে ফসলের খড়কুটো পোড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হল ১০ জন কৃষককে। পাশাপাশি একই অভিযোগে মোট ৩০০ জন কৃষককে ১৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিগত ১০ দিনে উত্তরপ্রদেশের মথুরা জেলার একাধিক গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে কৃষকদের। উত্তরপ্রদেশের ১০টি জেলার মধ্যে মথুরা অনেকদিন ধরেই প্রশাসনের নজরে ছিল বলে খবর পাওয়া গিয়েছে। ফসলের খড়কুটো পোড়ানো নিয়ন্ত্রণ না করার অভিযোগে মথুরার নন্দগাঁও এবং ছাটা ব্লকের অন্তর্গত পাঁচটি গ্রামের প্রধানকেও শোকজ নোটিস ধরানো হয়েছে বলেও সংবাদমাধ্যম সূত্রে খবর। মথুরা জেলা শাসক রাম মিশ্র জানিয়েছেন, পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করার অভিযোগেই গ্রেপ্তার করা হয়েছে কৃষকদের।