দেশ

সাতসকালে দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৪৩

ফের দিল্লিতে অগ্নিকাণ্ড। দিল্লির রানি ঝাঁসি রোড এলাকার আনাজ মাণ্ডির একটি বাড়িতে ভয়াবহ আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। গোটা এলাকায় এই অগ্নিকাণ্ডে আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ১৫ টি ইঞ্জিন। আগুনে নেভানোর চেষ্টার পাশাপাশি উদ্ধার কাজও শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে দমকলের প্রায় ২৭ টি ইঞ্জিন রয়েছে বলে জানা গিয়েছে। ডেপুটি ফায়ার চিফ অফিসার সুনীল চৌধুরী বলেন, আগুন ছড়িয়েছে ৬০০ স্কোয়ার ফুট এলাকায়। ভিতরে ঘুটঘুটে অন্ধকার। এই জায়গায় স্কুলের ব্যাগ, বোতল এবং অন্য সামগ্রি রাখা হত বলে জানিয়েছেন তিনি। বহু মানুষকে এলএনজেপি হাসপাতাল এবং সন্নিহিত হাসপাতালগুলিতে পাঠানো হয়েছে। কারখানার মালিক বলেছেন, যখন আগুন লাগে, সেখানে ২০ থেকে ২৫ জন শ্রমিক ঘুমিয়ে ছিলেন। এই ঘটনায় টুইট করে দুঃখপ্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানান, উদ্ধারকারীরা তাঁদের সেরাটা দিয়ে উদ্ধারকাজ চালাচ্ছেন।  তিনি আহতদের দেখতে হাসপাতালেও যান।