দেশ

জন্মদিন পালন করছেন না সোনিয়া!‌ দেশে নারী নির্যাতনের জন্য স্থগিত রাখা হচ্ছে

আজ সোনিয়া গান্ধীর জন্মদিন। ৭৩ বছরে পড়লেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী। জন্মদিন উপলক্ষ্যে তাঁকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজনৈতিকভাবে মতপার্থক্য থাকলেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এমনকী সোনিয়ার এসপিজি নিরাপত্তা তুলে নিলেও আজ শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। কংগ্রেসের শীর্ষ নেতারাও সভানেত্রীকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন। সোমবার সকালে টুইটে প্রধানমন্ত্রী লেখেন, ‘‌সোনিয়া গান্ধীজিকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা প্রার্থনা করি।’‌ কংগ্রেসের পক্ষ থেকে সোনিয়া গান্ধীকে শুভেচ্ছা জানিয়ে লেখা হয়েছে, ‘‌সর্বাধিক সময় কংগ্রেস সভানেত্রীর দায়িত্ব পালন করা সোনিয়া গান্ধী দৃষ্টান্তমূলক শক্তির নিদর্শন রেখেছেন। কংগ্রেস নেতাদের বিভিন্ন প্রজন্মকে অনুপ্রেরণা জুগিয়েছেন। তাঁর শক্তি, সম্মান ও উজ্জ্বল উপস্থিতি আমাদের একত্রিত এবং সংঘবদ্ধ করেছে। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাই।’‌ 
তবে নিজের জন্মদিন এবার পালন করছেন না কংগ্রেস সভানেত্রী। সোমবার সকালে সোনিয়াকে শুভেচ্ছা জানাতে আসেন শীর্ষ কংগ্রেস নেত্রী কুমারী শৈলজা, রাজস্থানের উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট, মিলিন্দ দেওরা, মহিলা কংগ্রেসের প্রধান সুস্মিতা দেব, যুব কংগ্রেসের প্রধান শ্রীনিবাস বি ভি–সহ আরও অনেকে। কেন তিনি এবার নিজের জন্মদিন পালন করবেন না?‌ সূত্রের খবর, দেশে ঘটে যাওয়া বিভিন্ন ধর্ষণের ঘটনায় মেয়েদের সুরক্ষা নিয়ে উদ্বেগ সৃষ্টি হওয়ায় এই বছর জন্মদিন পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যে দেশে মেয়েদের সুরক্ষা নেই সেই দেশে নিজে মেয়ে হয়ে কী করে জন্মদিন পালন করবেন?‌ ঘনিষ্ঠ মহলে এই প্রশ্নও রেখেছেন তিনি।