দেশ

মোবাইল ফোন যেকোনও চার্জিং স্টেশনে চার্জ দিলে টাকা খোয়াতে পারেন গ্রাহকরা! সতর্কতা জারি এসবিআইয়ের

মোবাইল ফোন যত্রতত্র চার্জ দেওয়া এখন ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াল। অনেক সময়ই ফোনে চার্জ না থাকলে রাস্তাঘাটের বিভিন্ন চার্জিং স্টেশনে চার্জ দিয়ে নেন। এমনকী ট্রেনে, বাসে, গাড়িতে অথবা স্টেশন চত্বরে ফোনে চার্জ দিতে অনেকেই স্বচ্ছন্দ্যবোধ করেন। তবে আর করা উচিত হবে না!‌ কারণ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সতর্কবার্তা দিয়ে জানানো হয়েছে, রাস্তাঘাটে যেকোনও চার্জিং স্টেশনে ফোন চার্জ দেওয়া থেকে সাবধান। কারণ এই চার্জিং ব্যবস্থাই আপনার ব্যাঙ্কের যাবতীয় নথি অন্য কাউকে হাতিয়ে নিতে সাহায্য করতে পারে। সূত্রে খবর, নিজের ফোন যেকোনও চার্জিং স্টেশনে চার্জ দেওয়ার আগে দু’‌বার ভাবুন। মেলওয়্যার-এর মাধ্যমে আপনার ফোন সংক্রমিত হতে পারে। আর তার হাত ধরেই হ্যকাররা আপনার পাসওয়াার্ড-সহ বিভিন্ন গোপন তথ্য পাচার করতে পারে। একমাত্র জুস জ্যাকিং প্রযুক্তিতেই এই তথ্য হাতানোর কাজ করে নেয়। আর ইউএসবি চার্জার দিয়ে এই চার্জ করার ফলে ব্যাঙ্কের সমস্ত তথ্য বাইরে বেরিয়ে যায় এই প্রযুক্তিতে। তাই সাবধান। ভারতীয় স্টেট ব্যাঙ্কের দাবি, বিভিন্ন চার্জিং স্টেশনে মেলওয়্যার বাইটস রয়েছে। যার হাত ধরে গোপন নথি হাতিয়ে নিতে অভ্যস্ত হ্যাকাররা। এই ব্যবস্থার মাধ্যমে ব্যাঙ্কের এটিএম পাসওয়ার্ডও বেরিয়ে যেতে পারে। ফলে যেখানে সেখানে ফোন চার্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে।