হক জাফর ইমাম, মালদা: তৃণমূলে যোগ না দেওয়ায় সিপিএমের কর্মীর পরিবারের উপর হামলা চালানোর অভিযোগ উঠল শাসকদলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মালদা কালিয়াচক থানার শাহবাজপুর গ্রাম পঞ্চায়েতের সাদারিটোলা গ্রামে । দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হয়েছেন সিপিএম কর্মীর পরিবারের দুই মহিলা সহ ছয় জন। আহতদের মধ্যে এক বৃদ্ধ প্রতিবন্ধীও রয়েছেন। তার অবস্থা সঙ্কটজনক হয়ে পড়ায় রাতেই তাকে ভর্তি করানো হয় মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে। বাকি আহতদের চিকিৎসা চলছে মালদা কালিয়াচকের বেদেরাবাদ গ্রামীণ হাসপাতাল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত নুরুল মোমিন (৬৮) মালদা মেডিকেল কলেজে এন্ড হাসপাতালে চিকিৎসাধীন । তার ছেলে আব্দুল করিম (৩০), মেয়ে সাবিনা খাতুন (২৫), তাদের দুই আত্মীয় সাদেক শেখ (২৬), সমিরা খাতুন (২০) সহ পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন মালদা কালিয়াচকের গ্রামীণ হাসপাতালে। ঘটনায় প্রতিবেশী দুষ্কৃতী আতাউর মোমিন, আফরাজুল মোমিন, কুদ্দুস মোমিন সহ ১০ জনের বিরুদ্ধে মালদা কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের পরিবার । ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। পুলিশকে অভিযোগে আহত বৃদ্ধ নুরুল মোমিনের মেয়ে সামসিরা খাতুন জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এলাকার কিছু দুষ্কৃতী তৃণমূল দল করার জন্য তার বাবা সহ পরিবারের লোকেদের চাপ দিচ্ছিল। কিন্তু তাদের পরিবারটি সিপিএম দলকে সমর্থন করে । এনিয়ে এলাকার তৃণমূলীরা তাদের ওপর আক্রোশ বাড়াতে থাকে । সোমবার রাতে অভিযুক্তরা দলবল নিয়ে বাড়িতে হামলা চালায়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে লোহার রড, বাঁশ দিয়ে পিটিয়ে পরিবারের লোকেদেরকে মারধর করা হয়। পরে পাড়া প্রতিবেশীরা ছুটে আসলে অভিযুক্তরা এলাকা থেকে পালিয়ে যায়। এদিকে সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র জানিয়েছেন, তৃণমূলের সন্ত্রাস যে বিভিন্ন এলাকায় চলছে তা আরও একবার প্রমান হয়ে গিয়েছে। কালিয়াচকে দলের এক কর্মীর পরিবারের উপর হামলা চালিয়েছে এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছি। পুলিশ যাতে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে সেই দাবিও জানানো হয়েছে। অপরদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা দক্ষিণ মালদার প্রার্থী মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন, দুটি পরিবারের গোলমালের ঘটনাকে রাজনীতির রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তৃণমূল দল এই ধরনের ঘটনারকে কখনোই প্রশ্রয় দেয় না। সিপিএমের যে অভিযোগ করেছে তা পুরোটাই ভিত্তিহীন। কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, সাদারিটোলা গ্রামে একই পরিবারের উপর হামলার অভিযোগ দায়ের হয়েছে । ১০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন আহত নুরুল মোমিনের পরিবার। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজ চালানো হচ্ছে।