আবহাওয়া দফতর জানিয়ে দিল, রাজ্যের বেশ কিছু জেলায় শৈত্যপ্রবাহ চলবে ৷ জাঁকিয়ে পড়বে শীত৷ তালিকায় রয়েছে ১১টি জেলা ৷ কলকাতা সহ দক্ষিণবঙ্গের ১১ জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতা। কলকাতা ,দুই ২৪ পরগনা ,দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ,বীরভূম, হুগলি ,নদীয়া, মুর্শিদাবাদে শৈত্যপ্রবাহের সতর্কতা। উত্তরবঙ্গে আজও “কোল্ড ডে” পরিস্থিতি। ঘন কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমবে উত্তরবঙ্গে জেলাগুলিতে। কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নামার সর্তকতা। কলকাতায় আজ সকালে সামান্য কুয়াশা পরে পরিষ্কার আকাশ। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রী সেলসিয়াস । স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৪৫ থেকে ৯৬ শতাংশ।