কলকাতা দেশ

হেমন্ত সোরেনকে শুভেচ্ছা বার্তা মমতার, উঠল সিএএ ও এনআরসি-র প্রসঙ্গ

দেশজুড়ে যখন নাগরিকত্ব ইস্যুতে একের পর এক অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে, তখনই সংগঠিত হয় ঝাড়খন্ড বিধাসভা নির্বাচন।  আর সেই নির্বাচনী ফলাফলে বিজেপির হাত থেকে ঝাড়খন্ড ফস্কে যাওয়ার পরই হেমন্ত সোরেনকে শুভেচ্ছা বার্তা জানান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ক্ষমতা দখল করতে চলেছে হেমন্ত সোরেনদের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস ও আরজেডির জোট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, ‘নাগরিকত্ব আইন ও এনআরসি-র বিরুদ্ধে প্রতিবাদ চলাকালীন ভোট হয়েছে ঝাড়খণ্ডে। নাগরিকদের পক্ষে রায় দিয়েছে ঝাড়খণ্ড’। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় হেমন্তকে মনে করিয়ে দেন সিএএ-এনআরসির আবহে এই নির্বাচনে যে ফলাফল এসেছে তাতে নাগরিকের পক্ষে গিয়েছে ভোটের রায়। পালটা মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিজের টুইটে ‘দিদি’ সম্বোধন করে ধন্যবাদ জ্ঞাপন করেন হেমন্ত সোরেন। তিনি বলেন, এটা গণতান্ত্রিক ইচ্ছাকে প্রতিষ্ঠা করার লড়াই ছিল। তিনি জানান, ‘আমি এই জয় ঝাড়খন্ডের মানুষকে উৎসর্গ করতে চাই।’