সোমবার তুষারপাতের জেরে মানালি-কেলং রুটেও গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তার ফলেই সোমবার থেকে মানালি-সোলাং-নাল্লা রুটে দেখা দিয়েছে ব্যাপক যানজট। এদিন কেলং-কুল্লু রুটে বাস চলাচল শুরু করেছে হিমাচল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন। তুষারপাতে গাড়ির গতি হয়ে পড়েছে ধীর। দু’সপ্তাহ আগে মরসুমের প্রথম তুষারপাত হয়েছে মানালিতে। তারপর থেকে সেখানে বেড়েছে পর্যটকের ভিড়। মানালি থেকে অল্প দূরে গুলাবা, সোলাং এবং কোঠিতেও তুষারপাত হয়েছে। কিন্নর জেলায় কল্পা এবং লাহুল স্পিতির কেলং-এও মাঝারি তুষারপাত হয়েছে। উত্তর ভারতে এখন শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। কল্পায় তাপমাত্রা নেমেছে মাইনাসের ২.৯ ডিগ্রি নীচে। মানালিতে তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস। ভুন্তার জেলায় তাপমাত্রা মাইনাস ০.৮ ডিগ্রি সেলসিয়াস।