বিনোদন

জেএনইউ-র ঘটনার তীব্র নিন্দায় টলিউডের একাংশ

রবিবার জেএনইউ-তে মারধরের ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশ প্রতিবাদে সরব হয়েছে। ঘটনার পর তীব্র ধিক্কার জানিয়েছেন বিনোদন জগতের একাংশ। ট্যুইটারে বিক্ষোভ উগরে দিয়েছেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, অনুপম রায়, অপর্ণা সেন, সৌকর্য্য ঘোষাল, আদিল হোসেন, পিয়া চক্রবর্তীরা। অপর্ণা সেন বলেছেন, ‘এই মুখোশধারী গুণ্ডারা কারা? এটা কী গুণ্ডারাজ চলছে?’ পরিচালক প্রতিম ডি গুপ্তের টুইট, ‘দয়া করে নিজেদের রাজনীতিতে ছাত্রদের ঘুঁটি হিসাবে দেখা বন্ধ করুন।’ অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের টুইট, ‘এ দেশের বুকে আঠারো আসুক নেমে।’ টুইট করে ঘটনার কড়া নিন্দা করেছেন অনেকে।

https://twitter.com/soukaryaghosal/status/1213850219848192001