কলকাতা

মেট্রো রেলের কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ বউবাজারের বাসিন্দারা

কলকাতাঃ বউবাজার এলাকায় মেট্রোরেলের কাজে‌ ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। একাধিকবার মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণের জন্য দরবার করেও মেলেনি ক্ষতিপূরণ। তাই এবার মেট্রোর ক্ষতিপূরণ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল একটি পরিবার। মঙ্গলবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য আগামী তিন সপ্তাহের মাথায় কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ, কলকাতা পুরসভার কাছে এনিয়ে হলফনামা তলব করেন। হলফনামার প্রেক্ষিতে পরবর্তী একসপ্তাহের মাথায় মামলাকারীকে এনিয়ে হলফনামা পেশ করতে হবে আদালতে। চার সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি। এদিন মামলার শুনানিতে মামলাকারী কৃপাসিন্ধু সাউয়ের আইনজীবী অমিয় দত্ত আদালতে দাবি করেন, গত বছর ১৭ সেপ্টেম্বর বৌবাজার এলাকায় মেট্রো র কাজে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তার মক্কেল গত ৬০ বছর ধরে বৌবাজার এলাকার ৩ নং গৌর দে লেনের বাসিন্দা। গত কয়েক মাস আগে বৌবাজার এলাকায় মেট্রো রেলের কাজে তার বাড়ি ক্ষতিগ্রস্থ হলেও তিনি ক্ষতিপূরণ পাননি। কিন্তু ওই একই বাড়িতে ভাড়া থেকে ভোলানাথ জানা, প্রমথ সাউরা ক্ষতিপূরণ পেয়েছেন। তাঁর আরও দাবি, তিনি যে সেখানের বাসিন্দা তার প্রমাণ দিতে তিনি পরিচয় পত্র, বাড়ি ভাড়ার রসিদ সবই মেট্রোর কর্তৃপক্ষের কাছে জমা দেন। কিন্তু তার সত্ত্বেও তা মেনে নিতে অস্বীকার করছে মেট্রো। তাই ক্ষতিপূরণের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। তবে এই প্রসঙ্গে মামলাকারীর অভিযোগ ভিত্তিহীন দাবি করেন মেট্রো কর্তপক্ষের আইনজীবী।