কলকাতাঃ আগামী শনি ও রবিবার জমিয়ে শীত পড়ার ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। তার সঙ্গে কাল ও পরশু দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তারা। আজ, বৃহস্পতিবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। শুক্রবারের পর থেকে আবারও কনকনে ঠান্ডার অনুভূতি হবে বলে হাওয়া অফিস জানিয়েছে। রাতের দিকে আরও নামবে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার জেরে তুষারপাত হচ্ছে জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের পার্বত্য এলাকায়। সেই শীতল হাওয়া এসেই পশ্চিমবঙ্গের তাপমাত্রা কমিয়ে দেবে। অন্যদিকে, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং উত্তরপ্রদেশে। কলকাতায় বুধবার সকালে সামান্য কুয়াশা হয়। পরে অবশ্য আকাশ পরিষ্কার হয়ে যায়। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম।