গান্ধীজীর প্রয়াণ দিবসে নয়া মাত্রা পেল রাজ্য-রাজ্যপাল সংঘাত। এবার প্রকাশ্যেই পুলিস অফিসারকে ভর্ৎসনা করে ফের বিতর্কে জড়ালেন রাজ্যপাল জগদীপ ধনকার। আজ মহাত্মা গান্ধীর ৭২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উত্তর ২৪ পরগনার বারাকপুরের গান্ধীঘাটে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন রাজ্যপাল। সেখানে বারাকপুরের সিপির ভূমিকায় বেজায় চটেছেন তিনি। তাই সকলের সামনেই বারাকপুর কমিশনারেটের সিপি মনোজ ভার্মাকে তিরস্কার করতে ছাড়লেন না রাজ্যপাল। একইসঙ্গে পুলিস প্রশাসনের বিরুদ্ধেও উগরে দেন ক্ষোভ। পুলিস কমিশনার মনোজ ভার্মার উদ্দেশে ক্ষুব্ধ রাজ্যপালকে বলতে শোনা যায়, “প্রথম সারিতে বসে কাগজ পড়ছেন? এটা কী ধরনের আচরণ? আপনারা থাকেন কোথায়? লজ্জা হওয়া উচিত। উর্দি পরে যদি এটা করেন, তাহলে অন্যরা দেখে কী শিখবে, কী করবে?” সাংবিধানিক প্রধানের তিরস্কারের পদ্ধতি নিয়ে এরপরই বিতর্কের ঝড় ওঠে। রাজ্যের আইপিএস মহল এই ঘটনায় চূড়ান্ত ক্ষোভ ব্যক্ত করেছে। সূত্রের খবর, এই নিয়ে স্বরাষ্ট্রদফতরকে রিপোর্ট পাঠানো হচ্ছে। এরফলে পুলিসের মনোবল ধাক্কা খেতে পারে বলে মনে করছেন প্রাক্তন পুলিসকর্তারা।