দেশ

আজ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের শপথ, সেজে উঠেছে রামলীলা ময়দান

নয়াদিল্লিঃ তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। আজ দিল্লিতে রামলীলা ময়দানে হবে শপথ গ্রহন অনুষ্ঠান। এই নিয়ে তৃতীয়বার এই পদে বসতে চলেছেন কেজরিওয়াল। আজ সকাল ১০ টায় শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অরবিন্দ কেজরিওয়াল। সঙ্গে থাকবেন মনীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন, গোপাল রাই এবং কৈলাশ গেহলট। প্রতিবারই রামলীলা ময়দানকেই এই বিশেষ দিনের জন্য বেছে নিয়েছেন তিনি। দিল্লি বাসীকে সাক্ষী রেখেই নতুন পদে আসিন হতে চান তিনি। সেকারণেই এই বিশাল ময়দানকে বেছে নেওয়া। নিরাপত্তায় মুড়িয়ে ফেলা হয়েছে গোটা ময়দান চত্ত্বর। ৫,০০০ পুলিশ, ১২৫ টি সিসিটিভি, ১২ টি এলইডি স্ক্রিন এবং ৪৫,০০০ চেয়ারের আয়োজন করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে ওই এলাকার যান চলাচলও। রাজঘাট থেকে দিল্লি গেট, গুরু নানক দেব চৌক থেকে জেএলএন মার্গ-এ যান কলাচল বন্ধ রাখা হয়েছে। শপথের পর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে নৈশভোজের আয়োজন করেছেন কেজরিওয়াল যেখানে আগামী দিনের কর্মপরিকল্পনা ঠিক করবেন।