নয়াদিল্লিঃ গত তিনদিন ধরে হিংসার আগুনে জ্বলছে দিল্লিতে। বুধবার রাত পর্যন্ত এই হানাহানিতে মৃতের সংখ্যা টা ছিল ২৭। বৃহস্পতিবার সকালে আরও ৭ জনের মৃত্যু হওয়ায় সব মিলিয়ে সংখ্যাটা দাঁড়িয়েছে ৩৪-এ। জিটিবি হাসপাতাল কর্তৃপক্ষ হিংসার বলি হওয়া বেশ কয়েকজনের নাম-পরিচয় প্রকাশ করেছে। বাকিদের এখনও সনাক্ত করা যায়নি। এখানে এখনও অবধি দিল্লির এই হিংসায় গত তিনদিনে মৃত্যু হওয়া ৩৪ জনের নাম-পরিচয় দেওয়া হল। এই তালিকার তথ্য অসম্পূর্ণ। নিহতদের সকলের পরিচয়ের সম্পূর্ণ তথ্য পেলে তা এখানে প্রকাশ করা হবে।
দেখে নেওয়া এখন পর্যন্ত পাওয়া হিংসার মৃতদের তালিকা –
১) দীপক, ৩৪ বছর বয়সী, মান্দোলি-র বাসিন্দা
২) অজ্ঞাত পরিচয় পুরুষ, ৩০ বছর বয়সী, ভজনপুরার মাতা মান্ডির বাসিন্দা
৩) ইশাক খান, ২৪ বছর বয়সী, কবির নগর (ওয়েলকাম) -এর বাসিন্দা
৪) মহম্মদ মুদাস্সর, ৩০ বছর বয়সী, মোস্তফাবাদ (গলি নম্বর ২)-এর বাসিন্দা
৫) বীর ভান, ৫০ বছর বয়সী, মৌজপুর (বিজয় পার্ক)-এর বাসিন্দা
৬) মহম্মদ মোবারক হুসেন, ২৮ বছর বয়সী, মৌজপুর (বিজয় পার্ক)-এর বাসিন্দা
৭) শান মহম্মদ, ৩৫ বছর বসয়ী, লোনি-এর বাসিন্দা
৮) প্রবেশ, ৪৮ বছর বয়সী, মৌজপুর (বাপু রাম চক)-এর বাসিন্দা
৯) অজ্ঞাত পরিচয় মহিলা, ৭০ বছর বয়সী, ঠিকানা অজ্ঞাত
১০) জাকির, ২৪ বছর বয়সী, নিউ মুস্তাফাবাদ-এর বাসিন্দা
১১) অজ্ঞাত পরিচয় পুরুষ, ৪০ বছর বয়সী, ঠিকানা অজ্ঞাত
১২) মেহতাব, ২২ বছর বয়সী, ব্রিজপুরী-র বাসিন্দা
১৩) আসফাক, ২২ বছর, মুস্তফাবাদ-এর বাসিন্দা
১৪) অজ্ঞাত পরিচয় পুরুষ, ২২ বছর বয়সী, ঠিকানা অজ্ঞাত
১৫) রাহুল সোলাঙ্কি, ২৬ বছর বয়সী, বাবুনগর-এর বাসিন্দা
১৬) শাহিদ, ২৫ বছর বয়সী, মুস্তাফাবাদ-এর বাসিন্দা
১৭) মহম্মদ ফুরকান, ৩০ বছর বসয়ী, কর্দমপুরী-র বাসিন্দা
১৮) রাহুল ঠাকুর, ২৩ বছর, ব্রিজপুরী-র বাসিন্দা
১৯) রতন লাল, ৪২ বছর, গোকুলপুরী-তে হত
২০) অঙ্কিত শর্মা, ২৬ বছর, চাঁদ বাগ
২১) দিলবার, বয়স অজ্ঞাত, চমন পার্ক
২২) অজ্ঞাত পরিচয় পুরুষ, ২৫ বছর বয়সী, ঠিকানা অজ্ঞাত.