দিল্লি হিংসার প্রতিবাদে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। একই দিনে দক্ষিণ কলকাতায় মিছিলের আহ্বাম করেছিলেন কংগ্রেস নেতা প্রদীপ প্রসাদ। ওই মিছিলে দেখা গেল আবদুল মান্নান ও অধীর চৌধুরীদের। কিন্তু আলাদা মিছিলে কেন? অধীরবাবুদের দাবি, সোমেন মিত্রের ডাকা মিছিলের কথা তাঁরা জানতেনই না। পরে অবশ্য অধীর সভাপতির ডাকা মিছিলে গেলেও যাননি আবদুল মান্নান। দিল্লি হিংসার প্রতিবাদে শহর কলকাতাতে কংগ্রেসের দু’দুটি মিছিল হল কংগ্রেসের। একটি সুবোধ মল্লিক স্কোয়ার থেকে অপরটি দক্ষিণ কলকাতায়। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিলের ডাক দেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। অপরদিকে দক্ষিণ কলকাতার মিছিলের আহ্বায়ক প্রদীপ প্রসাদ।


