সূত্রের খবর, প্রায় ১৫০ জন সেনা অধিকারিক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে দরবার করলেন যাতে ভোটের মধ্যে সেনার নাম ব্যবহার করে কেউ ফায়দা তুলতে না পারেন। এই বিশিষ্টদের মধ্যে রয়েছেন সেনা, নৌসেনা ও বায়ুসেনার প্রধানরা। রাষ্ট্রপতির কাছে চিঠি লিখে আর্জি জানানো হয়েছে। চিঠির শীর্ষকে লেখা হয়েছে, ফ্রম আ গ্রুপ অব ভেটেরানস টু আওয়ার সুপ্রিম কম্যান্ডার। সেখানেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মোদীজি কি সেনা বক্তব্যের তীব্র বিরোধিতা করা হয়েছে। বলা হয়েছে, রাজনৈতিক নেতারা গ্রহণযোগ্য নয় এমন কাজ করছেন, সেনার কৃতিত্বকে নিজেদের বলে দাবি করছেন। এমনকী সেনাকে মোদীর সেনা বলতেও ছাড়ছেন না। অথবা বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দনের ছবি প্রচারে ব্যবহার করছেন।
এই চিঠির সত্যতা যাচাই করেনি বঙ্গনিউজ