নয়াদিল্লিঃ দিল্লিতে নিজামউদ্দিন এলাকায় জমায়েত করায় এক মৌলানার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির নিজামুদ্দিন এলাকায় একটি জমায়েত হয় এ মাসের শুরুতে। ১ থেকে ১৫ মার্চের মধ্যে অন্তত ২০০০ মানুষের সমাগম হয়েছিল সেখানে। যে জমায়েতে এরপর বহু মানুষের করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে। এই মাসের শুরুতে সেই জমায়েত হয়। যেখানে দুই হাজারের বেশি মানুষ উপস্থিত হয়েছিলেন। এবং যেখানে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মতো দেশ থেকে অতিথিরা আসেন। সেখান থেকেই বেশ কয়েক জনের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, আন্দামানে ১০ জনের দেহে মিলল করোনা, ৯ জন গিয়েছিলেন দিল্লি মসজিদের জমায়েতে।


