দেশ

স্নাতক নন, অবশেষে নির্বাচনী হলফনামায় স্বীকার কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা ঠিক কী, আদৌ তিনি স্নাতক, নাকি স্নাতক নন সেই নিয়ে বিতর্কের সূত্রপাত হয় ৫ বছর আগেই। বিরোধীদের তোপের মুখে, নির্বাচন কমিশনের কাছে নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য দিয়েছেন বলে অভিযোগও ওঠে নানা মহলে। তবে ভোটের হাওয়া শুরু হতেই সব বিতর্কে জল ঢেলে দেন স্মৃতি নিজেই। বৃহস্পতিবার তিনি নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়ে জানিয়েছেন যে তিনি স্নাতক নন। আমেঠি থেকে রাহুল গান্ধীর বিরুদ্ধে লড়ছেন স্মৃতি ইরানি। স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা নিয়ে কংগ্রেস আগেও প্রশ্ন তুলেছিল। এবার নিজের মুখে কেন্দ্রীয় মন্ত্রীর স্বীকারোক্তি নিয়ে টুইট করল কংগ্রেস। টুইটে কংগ্রেসের মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদি বলেছে, ‘‌নতুন একটি সিরিয়াল আসতে চলেছে, যার নাম কিউকি মন্ত্রী ভি কভি গ্র‌্যাজুয়েট থি।’ টুইটে ‘‌কিউকি সাস ভি কভি বহু থি’‌-এর গানটিকে মস্করা করে কংগ্রেস লিখেছে, ‘‌কোয়ালিফিকেশন কে ভি রূপ বদলতে হ্যয়, নয়ে-নয়ে সাঁচে মে ঢলতে হ্যয়, এক ডিগ্রি আতি হ্যয়, এক ডিগ্রি যাতি হ্যয়‌, বনতে এফিডেফিট নয়ে হ্যয়।’‌