রাজ্যে করোনা সংক্রমণে আরও ২ জনের মৃত্যু হয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যসচিব রাজীব সিনহা। ফলে শনিবার বিকেল পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১২। গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের সংক্রমণ বেড়েছে। সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন আরও ৭ জন। মোট সুস্থ ৬২জন। এই নিয়ে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা রাজ্যে বেড়ে দাঁড়িয়েছে ১৭৮। শনিবার বিকেলে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মুখ্যসচিব। হাওড়ায় এখনও পর্যন্ত মোট ৫৮০ জনের করোনা টেস্ট হয়েছে বলেও জানান মুখ্যসচিব। তাঁদের মধ্যে করোনা পজ়িটিভ মিলেছে ৬২ জনের। এই মুহূর্তে গোটা রাজ্যে সরকারি কোয়ারেন্টাইনে আছেন ৩ হাজার ৮৫৮ জন। হোম কোয়ারেন্টাইনে ৩৫ হাজার ২০৯ জন। রাজ্যে পিপিই বিতরণ করা হয়েছে ৩ লক্ষ ৭৫ হাজারটি। পাশাপাশি তিনি এ-ও জানান, করোনার চিকিত্সার জন্য রাজ্যের ৬৬টি হাসপাতালে ৭ হাজার ৯৬৯টি বেডের প্রস্তুতি নেওয়া আছে। অসুস্থ হলে বাড়িতে না রেখে হাসপাতালে নিয়ে আসার কথা বলেন তিনি। তিনি আরও বলেন, ‘প্রাইভেট ক্লিনিকগুলি খোলা রাখুন। এগুলো আগেও আমরা বন্ধ করতে বলিনি। খোলা থাকলে আমাদের সুবিধাই হবে, ওখান থেকে কেউ স্ক্রিনিং করে আমাদের এখানে পাঠাতে পারেন, তাতে সুবিধাই হবে। সতর্কতা রেখে খোলা থাকতে পারে ক্লিনিকগুলি।




