দেশ

‘গরিবের চাল থেকে স্যানিটাইজার তৈরি করে বড়লোকের হাত ধোওয়ার পরিকল্পনা’, মোদি সরকারকে কটাক্ষ রাহুলের

হ্যান্ড স্যানিটাইজারের খরা কাটাতে দেশের অতিরিক্ত চাল থেকে ইথানল তৈরি করা হবে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার খোদ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এই বিষয়ে কেন্দ্রকে তীব্র কটাক্ষ করলেন। রাহুলের কথায়, গরিব মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে তা ধনীদের হাত ধোয়ার কাজে লাগাতে চাইছে কেন্দ্র। করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন চলছে। গরিবের রুজিরুটি প্রায় বন্ধ রয়েছে। ভাঁড়ারে টান পড়েছে, হাতে টাকা নেই। সরকারি সাহায্যও সবক্ষেত্রে জুটছে না। এই সঙ্কটের পরিস্থিতিতেও ফুড কর্পোরেশন‌ অফ ইন্ডিয়া থেকে প্রাপ্ত অতিরিক্ত চাল এবার অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার নির্মাণ এবং ইথানলের সঙ্গে পেট্রোল মেশানোর কাজে ব্যবহার করতে চাইছে কেন্দ্র। যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ রাহুল গান্ধী। আজ টুইটে রাহুল লিখেছেন, ‘‌ভারতের গরিব আবার কবে জাগবে? আপনারা অনাহারে মরছেন। আর আপনাদের ভাগের চাল দিয়ে স্যানিটাইজার তৈরি করে বড়লোকদের হাত ধোয়া হচ্ছে।’‌