কলকাতা

গঙ্গার ফের দেখা মিলছে ডলফিনের

ডলফিন বা শুশুক ফের দেখা যাচ্ছে কলকাতার বিভিন্ন ঘাটে। লকডাউনের জেরে গঙ্গায় দূষণ অনেকটাই কমেছে। গঙ্গার জলের গুণমান বেড়েছে। আর সেই কারণে গত কয়েক দিনে বাবুঘাট, প্রেন্সিপ ঘাটসহ বিভিন্ন ঘাটেই দেখা যাচ্ছে শুশুক। বিশেষজ্ঞদের ধারণা, লকডাউনের জেরে দূষণের মাত্রা কমে যাওয়ায় ফের ফিরে এসেছে এই ডলফিনরা। এই গঙ্গা শুশুকদের আসল নাম সাউথ এশিয়ান রিভার ডলফিন। এরা পৃথিবীর একমাত্র ডলফিন, যারা মিষ্টি জলে বাঁচে। কলকাতায় ফের এদের দেখা মেলায় উচ্ছ্বসিত পরিবেশবিদরা।