দেশ

অর্ণব গোস্বামীকে আগামী ৩ সপ্তাহ গ্রেপ্তার করা যাবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে প্রচুর মামলা দায়ের হয়েছে। সেই রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামীকে আপাতত স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিল, আগামী ৩ সপ্তাহ গ্রেফতার করা যাবে না অভিযুক্ত সাংবাদিককে। এদিন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি এমআর শাহের বেঞ্চে অর্ণব মামলার শুনানি ছিল। শুনানি শেষে দুই বিচারপতির বেঞ্চ আপাতত তিন সপ্তাহ অর্ণবকে গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দেয়। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, অর্ণব গোস্বামীর বিরুদ্ধে দেশে যত এফআইআর দায়ের হয়েছে তার মধ্যে একটি বাদ দিয়ে কোনওটি নিয়েই অগ্রসর হওয়া যাবে না। কেবল নাগপুরে দায়ের হওয়া যে অভিযোগ মুম্বই পুলিশের কাছে পাঠানো হয়েছে তা নিয়েই তদন্ত করতে হবে। উল্লেখ্য, অর্ণব গোস্বামী তার টিভি চ্যানেলে একটি লাইভ শো থেকে সম্প্রতি মহারাষ্ট্রের পালঘরে ঘটে যাওয়া সাধুদের ওপর গণহত্যার সমালোচনা করতে গিয়ে বলে বসেন, কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী এই ‘হিন্দু’ সাধু হত্যায় খুশি হয়েছে। এর পরেই ক্ষোভে ফেটে পড়ে কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা। বুধবার যুব কংগ্রেসের পক্ষ থেকে অর্ণব গোস্বামীর বিরুদ্ধে মহারাষ্ট্রের প্রতিটি জেলায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়।

প্রতীকী ছবি।