নয়াদিল্লিঃ মদের উপর ৭০ শতাংশ অতিরিক্ত কর বসানোর সিদ্ধান্ত নিল অরবিন্দ কেজরিওয়াল সরকার। সোমবার গভীর রাতে দিল্লি সরকারের তরফে বিজ্ঞপ্তি জানিয়ে বলা হয়, মদের যা দাম, তার উপর ৭০ শতাংশ কর বসানো হবে। মঙ্গলবার থেকেই তা কার্যকর হবে। এই করের নাম দেওয়া হয়েছে, ‘বিশেষ করোনা ফি।’ যেমন ১০০০ টাকার প্রি ট্যাক্স এমআরপি সহ একটি মদের বোতলের দাম এখন দিল্লিতে ১৭০০ টাকা হবে। সোমবার সকালে এই বিষয়ে মন্ত্রিসভার বৈঠক করেন কেজরিওয়াল। তারপর রাতেই বিজ্ঞপ্তি জারি করা হয়।