লকডাউনের মধ্যে পরিযায়ী শ্রমিকদের নিজেদের রাজ্য ফেরানোর ক্ষেত্রে কেন্দ্রের মোদি সরকার ব্যর্থ, এই অভিযোগ তুলে ধরনায় বসেছিলেন প্রাক্তন বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা ও আম আদমি পার্টির একাধিক নেতা। তাঁদের দাবি ছিল শ্রমিকদের ভালভাবে নিজেদের রাজ্যে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সেনাবাহিনীর সাহায্য নিক কেন্দ্র। এই ধর্না দেওয়ার জন্য আটক করা হয়েছে তাঁদের। এদিন দিল্লির রাজঘাটে এই ধর্নায় বসেন যশবন্ত সিনহা, সঞ্জয় সিং, দিলীপ পাণ্ডে প্রমুখ নেতা।


