কলকাতা

আগামীকাল বৈঠক বেসরকারি বাস মালিকদের

বেসরকারি বাসের ক্ষেত্রে ভাড়া বাড়বে, নাকি একই থাকবে সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি পরিবহন দপ্তর সূত্রে। ইতিমধ্যেই পথে নেমেছে সরকারি বাস, ট্যাক্সি, অটো ও অ্যাপ ক্যাব। গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে জানিয়েছেন, ১ জুন থেকে স্বাভাবিক ছন্দে ফিরবে রাজ্য। চলবে বেসরকারি বাস ও মিনিবাস। তবে নিয়মের ক্ষেত্রে কিছু রদবদল করা হচ্ছে। বাসে যতগুলি আসন ততজন যাত্রী নেওয়া যাবে। তার বেশি যাত্রী নেওয়া যাবে না। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে বাস চালাতে হবে। বাস চালক, কর্মী ও যাত্রীদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন , “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৩১ মে জয়েন্ট কাউন্সিলর অফ বাস সিন্ডিকেটের একটি বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকে মালিকদের সঙ্গে কথা বলে আমরা একটি যৌথ সিদ্ধান্ত নেব। যেহেতু এখন ২০জনের বেশি যাত্রী নিয়ে যাতায়াত করা যাবে তাই কীভাবে গাড়ি চালালে চালক, মালিক ও যাত্রীদের উপর বাড়তি চাপ সৃষ্টি হবে না সেই বিষয়টি নিয়েও আলোচনা করা হবে।” অন্যদিকে, অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, “1১ জুন থেকে শহর তথা রাজ্যের সবকটি রুটেই গুটিকয়েক করে বাস চালানো হবে। পরীক্ষামূলকভাবে গাড়ি চালানো সম্ভব হচ্ছে কি না তা দেখা হবে। পাশাপাশি বোঝা যাবে যাত্রীসংখ্যা কেমন হচ্ছে এবং যে ভাড়া উঠছে তাতে জ্বালানি ও অন্য খরচ উঠবে কি না। যদি দেখা যায় যে যাত্রীসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাহলে গাড়ির সংখ্যাও বাড়ানো হবে।”