দেশ

১২ ঘণ্টায় আরও শক্তি বৃদ্ধি করে আগামীকাল আছড়ে পড়বে নিসর্গ, মহারাষ্ট্র ও গুজরাতে জারি লাল সতর্কতা

আকাশ পথে এবং জলপথে চলছে নজরদারি

আগামীকাল ঘূর্ণিঝড় নিসর্গ আছড়ে পড়বে মহারাষ্ট্র উপকূলে। শুধু মহারাষ্ট্রেই নয়, গুজরাট উপকূলেও ব্যাপক ধ্বংসলীলা চালাবে এই ঝড়। ১২ ঘণ্টার মধ্যে আরও শক্তি বৃদ্ধি করবে ঘূর্ণিঝড় নিসর্গ। আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামিকাল সকাল ১১টা নাগাদ আলিবাগে প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়টি। ঘণ্টায় ১০০ কিলোমিটার হবে ঝড়ে গতি। মধ্যরাত থেকে এগিয়ে আসতে শুরু করবে আম্ফান। মুম্বই ওবং দমনের ২৬০ কিলোমিটার রাস্তার মধ্যে যেকোনও একটি জায়গায় আছড়ে পড়তে পারে নিসর্গ এমনই আন্দাজ আবহাওয়াবিদদের। আজ বিকেল থেকেই উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। হাওয়া অফিস জানিয়েছে বুধবার সমুদ্র সৈকতে আছড়ে পড়বে এই ভয়াবহ ঘূর্ণিঝড়।গভীর সমুদ্রে থাকা মত্‍স্যজীবীদের উদ্ধার করতে বলা হয়েছে। সেই মতো আকাশ পথে এবং জলপথে চলছে নজরদারি। পরিস্থিতি মোকাবিলায় মহারাষ্ট্রে ১৫টি এনডিআরএফের টিম মোতায়েন করা হয়েছে। অন্যদিকে গুজরাতে মোতায়েন করা হয়েছে ৩৩টি এনডিআরএফের টিম। গুজরাতের উপকূলবর্তী এলাকা থেকে ২০ হাজার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ইতিমধ্যেই মহারাষ্ট্রের লাল সতর্কতা জারি করা হয়েছে। মুম্বই এবং পালঘরে বাড়তি সতর্কতা জারি করেছে প্রশাসন। একই সঙ্গে ফ্ল্যাশ ফ্লাডের সতর্কতা জারি করা হয়েছে রত্নগিরি, থানে, মুম্বই, পালঘর এবং নাসিকে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আগামী ২দিন রাজ্যবাসীকে ঘরে থাকতে অনুরোধ করেছেন।