জেলা

জলঙ্গীতে শাসকদলের গোষ্ঠীকোন্দলে উত্তেজনা এলাকায়

মুর্শিদাবাদ: করোনা পরিস্থিতির মধ্যেই গোষ্ঠী কোন্দল অব্যাহত। মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার মন্ডলপুরে তৃণমূল গোষ্ঠীদ্বন্দের জেরে সংঘর্ষ । ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় । অভিযোগ, জলঙ্গি দক্ষিণ জোনের ব্লক সভাপতি রাকিবুল ইসলাম রকি তার অনুগামীরা মারধর করে ডোমকল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমিক হোসেনের অনুগামীদের কে মারধর করা হয়। ঘটনার জখম প্রায় পাঁচজন তৃণমূল কর্মী । আহতদের জলঙ্গি ব্লক সাদিখাঁড়দিয়ার গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় জলঙ্গি থানার পুলিশ ।