কলকাতা

রাজ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্ত ৫৩৮৬, মৃত ৪৯৫, সুস্থ ৬০২৮

রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৪১৫ জনের শরীরে মিলল করোনা ভাইরাস। তার ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১১,৯০৯। এই সময়ের মধ্যে রাজ্যে প্রাণ হারিয়েছেন আরও ১০ জন করোনা রোগী। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৯৫। মঙ্গলবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিনে এই তথ্যের উল্লেখ রয়েছে। সেখানে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৫ হাজার ৩৮৬। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩৪ জন। রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ২৮ জন।