দেশে লকডাউনের ফলে শিক্ষা ব্যবস্থাও থমকে গিয়েছে। এই পরিস্থিতিতে পঠনপাঠনের ব্যবস্থাপনা পর্যালোচনা করতে আজ বৈঠক ডাকেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক। বৈঠকে যোগ দেন স্কুল শিক্ষা এবং স্বারক্ষতা দপ্তরের সচিব অনিতা কারোয়াল, সিবিএসই-র চেয়ারম্যান মনোজ আহুজা এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র ডিজি বিনীত জোশি। লকডাউনের জন্য গত ২৫ মার্চ থেকে দেশের সব স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল। এখনও তা খোলেনি। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আনলকিং-এর প্রথম দফার দ্বিতীয় স্তরে, সম্ভবত জুলাইয়ে খোলা যেতে পারে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। তবে তার আগে রাজ্য সরকারগুলির কাছ থেকে পরিস্থিতি যাচাই করার পরই এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এই পরিস্থিতিতে এই শিক্ষাবর্ষের পঠনপাঠন কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে সেসব নিয়েই মূলত আলোচনা হয়েছে বৈঠকে।