কয়লাখনি বেসরকারিকরণের প্রতিবাদে আগামী ২ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত খনি ধর্মঘটের ডাক
বৃষ্টি শেঠ, পশ্চিম বর্ধমানঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ পদক্ষেপ, ৪১টি কয়লা খনির নিলাম প্রক্রিয়া শুরুর সঙ্গে সঙ্গেই বিক্ষোভে সামিল হল শ্রমিক সংগঠনগুলো। এহেন বাণিজ্যিক প্রক্রিয়ার উদ্বোধন হতেই আসানসোলের সাঁকতোরিয়ায় ইষ্টার্ন কোলফিল্ডস লিমিটেডের সদর দফতরে দেশের সমগ্র কয়লাক্ষেত্রে ধর্মঘটের নোটিস দিল শ্রমিক সংগঠনগুলির । আইএনটিটিইউসি বাদ দিয়ে সব শ্রমিক সংগঠনগুলি আজ ইসিএলের সদর দফতরে জমায়েত হয়ে কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে। আগামী ২ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত কয়লাশিল্পে ধর্মঘটের ডাক দিল তারা। মোট পাঁচ দফা দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলো।